১৩.১২.১১


Istanbul's Disaster Education Centre concept doubles as emergency housing

পর্তুগালের OODA architectural ফার্ম একটি দুর্যোগ শিক্ষা কেন্দ্রের নকশা তৈরি করেছে যা একই সাথে শিক্ষা কেন্দ্র এবং জরুরী আশ্রয় কেন্দ্র হিসাবে দুর্যোগের সময় ব্যবহার করা যাবে।স্থাপনাটি ইস্তাম্বুল শহরের জন্য ডিজাইন করা হয়েছে।প্রাকৃতিক দুর্যোগের সময়  জরুরী ভাবে বাবহারের জন্য এতে পর্যাপ্ত প্রযুক্তিগত সুবিধা যুক্ত করা হয়েছে। বন্যা এবং ভূমিকম্প সম্পর্কে জনসাধারণকে সচেতনের ব্যাপারে কেন্দ্রটি বিশেষ গুরুত্ব আরোপ করবে। বিল্ডিং টি আসলে একটি ক্রস এর মত যা এক পাশে পরে রয়েছে বলে মনে হচ্ছে।বিল্ডিং টি ভুমিকম্পের ফলে সৃষ্টি অবস্থা(ক্রস এর মাধ্যমে) প্রকাশ করছে।পরে থাকা ক্রসের আসে পাশে অনেক ফাকা জায়গা থাকবে যেখানে প্রদর্শনী বা মেলার আয়োজন করা যাবে ফলে লোক সমাগম বাড়বে যা জনমনে সচেতনতা বারাতে বিরাট ভুমিকা রাখবে। দালানটির আভ্যন্তরে লাইব্রেরি,4D সিনেমা হাল্ল,কনফারেন্স হল ও মীটিং রুম এর ব্যবস্তা রয়েছে।
 




খবর Gizmag এ প্রকাশিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন